
আশিকুজ্জামান : নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০০২) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (৪ জুন) জালকুড়ি এলাকায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার প্রত্যক্ষ নির্দেশনা ও দিকনির্দেশনায় ও সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউশন সহায়তা প্রদান করেন, নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ।
জেলা প্রশাসনের এই অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে মেসার্স মফিজ এন্টারপ্রাইজ-কে ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই কার্যক্রম চলমান থাকবে।